Header Ads Widget

 


বেলংকা মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন(১) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

 


তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলংকা গ্রামে ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতি পাদ্যকে সামনে রেখে মিনি ফুটবল টুর্নামেন্ট ২৫ ইং ফাইনাল খেলা অদ্য ১৬ ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে বেলংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রুপসী স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহন তারা হল বেলংকা  সদর বনাম বেলংকা রাজধানী একাদশ উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বি,এন,পির সাবেক সভাপতি জনগনের আস্হার প্রতিক জননেতা ছাইদুজ্জামান মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাওয়ার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমদাদুল হক ভূইয়া রতন,তারেক জিয়া ঐক্য পরিষদ বেলংকা শাখার সভাপতি নুরুজ্জামান হারুন তাড়াইল উপজেলা শাখা জাসাস সহ সভাপতি শাহজাহান মনির পিন্টু, সেচ্চা সেবক দলের ওয়ার্ড সভাপতি ছাইদুর রহমান, রেফারির দায়িত্ব পালন করেন সাবেক সেনা সদস্য দেলোয়ার হোসেন সুমন শেষ খবর পাওয়া পর্যন্ত বেলংকা সদর এক গোলে এগিয়ে। 

Post a Comment

0 Comments