Header Ads Widget

 


মুক্তাগাছায় জমি নিয়ে দ্বন্দ্বে আহত ১০


 বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে পৌর শহরের মনিরামবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় মারামারির ঘটনা ঘটে। পরদিন শুক্রবার জুমার নামাজ শেষে পুনরায় সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনের ঘরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং ভাঙচুরের আলামত রয়েছে। জমির ক্রেতা মোসাম্মৎ শাহীদা বেগম জানান, প্রায় ১৭ বছর আগে তিনি জমিটি ক্রয় করেন। জমিটি তখন একটি পুকুর ছিল, যা পরবর্তীতে ভরাট করে ঘর নির্মাণের উদ্যোগ নিলে বিক্রেতারা বাধা দেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত তাঁর পক্ষে রায় দিয়ে জমি বুঝিয়ে দিলেও পরবর্তীতে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে জমির বিক্রেতা মো. সুরুজ মিয়া দাবি করেন, ক্রেতারা প্রকৃত বিক্রিত জমিতে না গিয়ে অন্য জায়গায় ঘর তুলতে চাইছিলেন। তাই বাধা দেওয়ায় শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র ঘোষ জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments