Header Ads Widget

 


কিশোরগঞ্জ ৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থীর দেয়াল ঘড়ি মার্কার গন সংযোগ

 


তাড়াইল প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে খেলাফত মজলিসের নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে। দলীয় প্রার্থী ও নেতৃবৃন্দ এলাকার জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় মাধ্যমে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বার্তা তুলে ধরছেন। প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে (১৮ অক্টোবর) শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত তাড়াইল উপজেলার তালজাঙ্গা, রাউতি ও তাড়াইল সাচাইল (সদর) ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ও বিভিন্ন মাদরাসায় গিয়ে আলেম উলামাদের সাথে মত বিনিময় করেন।


গণসংযোগে নেতৃত্ব দেন করিমগঞ্জ-তাড়াইল আসনের প্রার্থী ও কিশোরগঞ্জ শহর খেলাফত মজলিসের সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান। তিনি জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালুর জন্য। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। খেলাফত মজলিস সর্বদা নৈতিক নেতৃত্ব ও ইসলামী মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাসী।”


এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, জেলা শাখার সহ সভাপতি মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকার, প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, তাড়াইল উপজেলা সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন প্রমুখ।


গণসংযোগকালে স্থানীয় জনগণ নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং খেলাফত মজলিসের উন্নয়নমুখী কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেন।


নেতারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে নৈতিকতার অবক্ষয় দূর করে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে খেলাফত মজলিস জনগণের পাশে থাকবে, ইনশাআল্লাহ্‌।

Post a Comment

0 Comments