মোঃ কামরুল হুদা আকন্দ(বাবলু):
ময়মনসিংহের মুক্তাগাছা দরগাহ্ পাড়ে প্রযুক্তির ছোয়াঁয় অত্যাধুনিক স্বাস্থ্য সেবার প্রত্যয় ও সাধ্যের মধ্যে সর্বোত্তম স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে আবাবিল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ২ টায় উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও মুক্তাগাছা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি।
সি.বি.এম.সি.বি ময়মনসিংহের অধ্যাপক ডা. মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে সাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান।তিনি বলেন প্রযুক্তির ছোয়াঁয় অত্যাধুনিক স্বাস্থ্য সেবাই আমাদের মূল লক্ষ্য।এ সময় অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডা.মোঃ আমিনুল ইসলাম বলেন,এমন অধুনিক,সুসজ্জিত ও সুন্দর পরিবেশের হাসপাতাল মুক্তাগাছায় অনেক আগেই হওয়া দরকার ছিল।
অন্যান্যেও মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা. আয়েশা বেগ কনসালটেন্ট( গাইনি এন্ড অবস্), ডা. এ.কে.এম মিনারুল ইসলাম,উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃসেলিম মিয়া, মোঃ দিপু সরকার,মোয়াজ্জেম হোসেন তালুকদার চেয়ারম্যান কাশিমপুর ইউপি প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাবিল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচারক আরিফ রব্বানী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের দৌড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। অল্প সংখ্যক চিকিৎসক দিয়ে বিশাল জনগোষ্ঠীকে সেবা দিতে গিয়ে সরকারি হাসপতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতাল সহযোগীতা হবে।জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের সঙ্গে তাল মিলাতে আবাবিল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড উদ্বোধন করা হয়েছে। এখানে উপজেলা বাসী সল্প মূল্যে অত্যাধুনিক সুচিকিৎসা সেবা পাবে।
0 Comments