বাবলু আকন্দঃ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা (IHREP) প্রকল্পের উদ্যোগে “নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসি প্রচেষ্টা শক্তিশালীকরণে দক্ষতা বৃদ্ধি” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা বিআরডিবি হল রুমে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO), বিভিন্ন ফোরাম ও নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় কার্যকর নেটওয়ার্কিং, যৌথ অ্যাডভোকেসি কার্যক্রম এবং নেতৃত্ব বিকাশে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএইচআরইপি প্রজেক্ট পিসিসি ময়মনসিংহ-এর উপজেলা কো-অর্ডিনেটর সুহাস চিরান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় নাগরিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেটওয়ার্কিং ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
0 Comments