Header Ads Widget

 


মুক্তাগাছায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

 


বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১৫ শ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল করেছে স্কুল কলেজ মাদ্রসা সম্মিলিত জোট। 


মঙ্গলবার দুপুরে মুক্তাগাছা প্রেসক্লাব চত্বরে উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষক-কর্মচারী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। বিক্ষোভ সমাবেশে হাজী কাশেম আলী মহিলা কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েলের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান, গাবতলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিকুল ইসলাম রতন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান হীরা প্রমুখ। সমাবেশ শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তাগাছা উপজেলা পরিষদের গেইট সংলগ্ন ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষকরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ৩ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

Post a Comment

0 Comments