Header Ads Widget

 


মুফতি হাবিবুর রহমানকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করায় মোটরসাইকেল শোডাউন

 


বাবলু আকন্দঃ মুফতি হাবিবুর রহমানকে ময়মনসিংহ-০৫ মুক্তাগাছা আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থি ঘোষণা করায় মুক্তাগাছায় মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার মনতলা থেকে শুরু হয়ে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক হয়ে রসুলপুরে গিয়ে এ শোডাউন শেষ হয়। বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতশত নেতাকর্মী মোটর সাইকেল শোডাউনে অংশগ্রহন করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকসা) মার্কার ময়মনসিংহ-০৫ মুক্তাগাছা আসনে মুফতি হাবিবুর রহমানকে প্রার্থি হিসেবে ঘোষণা করায় তাদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

এর আগে শহরের আরকে উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে তাদের পছন্দের প্রার্থিকে নিয়ে এ শোডাউন করেন। সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুর রহমান বলেন, আজকের এ শোডাউন আমাদের আন্দোলনের শক্তি। এটি আমার প্রতি মুক্তাগাছার আপামর জনসাধারণের ভালোবাসার প্রতিক। আপনারা যারা এই আনন্দঘন মুহুর্তে শরীক হয়েছেন তারা সবাই প্রমাণ করেছেন, জনগন এখনো ন্যায়ের পক্ষে, ইসলামী মূল্যবোধ এবং সৎ নেতৃত্বের সাথেই দাড়াতে চায়। এই শোডাউন কোন প্রদর্শনী নয় বরং এটি অন্যায়, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরোদ্ধে অঙ্গিকার।

তিনি বলেন, আজকে আমরা এমন সময় দাড়িয়েছি যখন দেশের রাজনীতি নানা সংকটে আচ্ছন্ন। মানুষ চায় স্বচ্ছতা, ন্যায়বিচার ও জনকল্যানের নেতৃত্ব। তিনি বলেন, আমরা ভয়কে জয় করব, দুর্নীতি ও অন্যায়কে প্রতিহত করে ইসলাম ও জনগনের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। আমরা বিশ^াস করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে সামনে একটি সুন্দর পরিবর্তন সম্ভব।

বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে শোডাউন পূর্ববর্তী আলোচনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ  খেলাফত মজলিস ময়মনসিংহ পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুরশিদ আলম। যৈাথভাবে সঞ্চালনা করেন,  মাওলানা  আশরাফ আলী, মাওলানা ফারুক আহমেদ এবং মুফতি আবু নাইম। শোডাউনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মশিউর রহমান, সাংবাদিক মিজানুর রহমান জুয়েল, রইস উদ্দিন তামিম, মাওলানা মফিজুল ইসলাম হাফেজ রুহুল আমিন, মাওলানা আব্দুল হাই মিজবাহ, মাওলানা ওয়াজি উল্লাহ, প্রমুখ।

Post a Comment

0 Comments