ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগস্ট)বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা কোড বিল্ডিং থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলপুর গোলচত্বর মোড়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি' র আহ্বায়ক সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ১৪৬ ময়মনসিংহ- ২ ফুলপুর তারাকান্দা আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। সঞ্চালনায় ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
এ-সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক একেএম সিরাজুল হক, ওয়াজেদুল ইসলাম, এমদাদ হোসেন খান, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা যুবদল সভাপতি সানোয়ার হোসেন খান, যুবদল নেতা শাজাহান সিরাজ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
0 Comments