তড়াইল প্রতিনিধিঃ বর্নাট্য আয়োজনে স্মরন কালের স্মরণীয় তাড়াইলে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো সম্প্রীতি আর সুন্দর দৃষ্টান্তের প্রীতি ফুটবল প্রতিযোগিতা।
তাড়াইল থানা পুলিশ একাদশ বনাম তাড়াইল উপজেলা সাংবাদিক একাদশ। উপজেলার নন্দিত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুনের উপস্থিতিতে করিমগঞ্জ সার্কেল এস,পি সুবীর কুমার সাহা, অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারোয়ার হোসেন লিটন, সাধারন সম্পাদক মোঃ সারোয়ার আলম, জেলা বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের আহ্বায়ক মোঃ ইকরাম হোসেন,তাড়াইল সরকারী মুক্তি যোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, দামিহা উদয়ন কলেজের অধ্যক্ষ মেঃ আমিনুল ইসলাম, সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার সকল স্তরের গন্যমান্য সূধীজন ও হাজার - হাজার এলাকাবাসীর উপস্থিতিতে তাড়াইল সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠটি ছিল কানায়, কানায় পরিপূর্ন।
ক্রীড়াই শক্তি - ক্রীড়াই বল, সমাজের সকল অবক্ষয় রোধে খেলার এই প্রতিপাদ্য কে বাস্তবে রুপ দেয়ার অঙ্গীকারের পাশাপাশি সামাজিক সম্প্রীতিতে দেশ সেবার মহান ভূমিকা র এই দুই প্রতিষ্টান সাংবাদিক এবং পুলিশ বাহিনীর মহৎ ঐক্যান্তিক উদ্যোগে দেশ এবং জাতির জন্য অনন্য একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন এলাকাবাসী। তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির আহমেদের আন্তরিক প্রচেষ্টার কে একটি মডেল হিসেবে দেখছেন অভিজ্ঞ এবং সচেতন মহল। ঝাঁক- ঝমক খেলাটি শেষ পর্যন্ত শূন্য - শূন্য গোলে ড্র করে।
0 Comments