Header Ads Widget

 


ফুলপুরে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 


ফুলপুর প্রতিনিধি: ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে পাথরচাপায় নির্মমভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল করেন। শনিবার (১২ জুলাই) আসরের নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে ফুলপুর বাসস্ট্যান্ড মহা সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশে এক প্রতিবাদ সমাবেশে করেন।সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নজরুল ইসলাম। সঞ্চালনা করেন হাফেজ মো. মুস্তাকিম।বক্তব্য রাখেন মুফতি এখলাস উদ্দিন, মিনারুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, "ব্যবসায়ী সোহাগকে পাথরচাপা দিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সরকারের কাছে।”বিক্ষোভ মিছিলে স্থানীয় মুসল্লি, রাজনৈতিক কর্মী ও সাধারণ জনগণ  অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments