Header Ads Widget

 


বিদেশে পাঠানোর নামে প্রতারণ টাকা চাইতে গিয়ে হামলার শিকার

 ফুলবাড়িয়া,প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মালয়েশিয়া ও ইরাকে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। প্রতারক যুবকের বাড়ি উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামে।

গত (১১ জুলাই)এ ঘটনায় ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গেলে প্রতারক ওই আদম ব্যবসায়ির  হামলার শিকার হন তারা। পরে এ ঘটনায় দুইজন থানায় পৃথক অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিবপুর গ্রামের বাছেদুল (৩৪) ও ধামর গ্রামের মো. কাজল মিয়া (৩৬) প্রতিবেশী গ্রামের মো. সাইফুল ইসলামের (৩৭) সঙ্গে

সুসম্পকের সুবাদে বিদেশ যাওয়ার বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এ সুযোগে সাইফুল ইসলাম বাছেদুলকে মালয়েশিয়ায় ও কাজল মিয়াকে ইরাকে ভালো চাকরির আশ্বাস দিয়ে যথাক্রমে ৬ লাখ ও ১০ লাখ ৫০ হাজার টাকা নেন। চুক্তি অনুযায়ী তিন মাসের মধ্যে তাঁদের বিদেশ পাঠানোর কথা  থাকলেও তাতে টালবাহানা করে।

তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিদেশে পাঠানোর কোনো উদ্যোগ না নিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন আদম ব্যবসায়ি সাইফুল ও তাঁর সহযোগীরা ফজলুল হক ফজল (৩৫), সুজাত মিয়া (২৫), সৌরভ হাসান (২২) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি।

বাছেদুল জানান, টাকা না পেয়ে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। পরে গত (শুক্রবার) তাঁকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেয় অভিযুক্তরা। তবে ওইদিন বাছেদুল সাক্ষীসহ সাইফুলের বাড়িতে গেলে উল্টো তাঁর ওপর চড়াও হন অভিযুক্তরা। তাঁকে এবং সঙ্গে থাকা শফিকুল ইসলামকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং হুমকি দিয়ে বলেন, আর যদি টাকা চাইতে আসো, খুন করে লাশ গুম করে ফেলব।

স্থানীয়রা বলেন,  আদম ব্যবসায়ি সাইফুল ইসলাম বিদেশ পাঠানোর নামে অসংখ্য মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিনিয়ত পাওনাদাররা  তার বাড়িতে আসা যাওয়া করছেন।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারি ফুলবাড়ীয়া থানার এস আই আব্দুল আলিম বলেন,অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments