ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শালিকাকান্দা গ্রামে বজ্রপাতে এক হতদরিদ্র ভ্যানচালকের একমাত্র সম্বল ষাঁড় গরুটি মারা গেছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) আনুমানিক দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শালিকাকান্দা গ্রামের বাসিন্দা মোঃ মির্জাহান আলী পেশায় একজন ভ্যানচালক। দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন তিনি। তাঁর স্বপ্ন ছিল একটু একটু করে সঞ্চয় করে গরু পালন করে ভবিষ্যতের জন্য কিছু একটা করবেন। সেই আশায় নিজের কষ্টের উপার্জিত অর্থ এবং একটি এনজিও থেকে ঋণ নিয়ে একটি ষাঁড় গরু কিনেছিলেন।
কিন্তু মঙ্গলবারের বজ্রপাত সেই স্বপ্নকে মুহূর্তেই ছিন্নভিন্ন করে দেয়। দুপুরের আকস্মিক বজ্রপাতে তার সেই গরুটি মারা যায়। একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মির্জাহান আলী। চোখের সামনে তার স্বপ্নের ধ্বংসাবশেষ দেখে শোকে বিহ্বল হয়ে পড়েছে গোটা পরিবার।
স্থানীয়রা জানান, পরিবারটি খুবই অসহায় এবং বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে। তারা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
0 Comments