Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে একজন নিহত , গ্রেপ্তার ৩

 


ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে কৃষক রইছ উদ্দিন(৪০) হত্যায় জড়িত ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলো, মো. ইউসুফ আলী (২২) , মোছা. মুশির্দা খাতুন (৪২) ও মোছা. হারিছা খাতুন (৩০)। সোমবার (১৪ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

   পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকার কোমরদীঘি এলাকায় নিহত রইছ উদ্দিনের স্কুল পড়–য়া রাজিম এর সঙ্গে প্রতিবেশী আবুল কালাম (৩৫) এর শিশু ছেলের মাঝে কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদ হয়। এ ঝগড়া শিশু থেকে গড়ায় বয়স্কদের মধ্যে। পরে উভয়পক্ষের মাঝে বাদে সংঘর্ষ।

 

এসময় প্রতিবেশি ইব্রাহিম, রমজানসহ ৮-১০ জন লোক লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে রইছ উদ্দিনের বাড়িতে গিয়ে হামলা ও তাকে বেধড়ক মারধর করেন। এতে রইছ উদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. হালিমা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

   এ বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানান, হত্যার ঘটনায় এজহার নামীয় ৩ আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments