Header Ads Widget

 


মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়


 মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ, অপুষ্টি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের নন্দীবাড়ীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশনর বাংলাদেশের মুক্তাগাছা এপি এ সভার আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার রোলেন্ড গোমেজ, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, কাজী নাইম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রাশেদ আলম, প্রোগ্রাম অফিসার সজল কুমার দে প্রমুখ।

সভায় বক্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। ধর্মীয় আলোচনার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে অপুষ্টি, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা আহবান জানান। সভায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের

Post a Comment

0 Comments