অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামান। তিনি বলেন, নিজ ধর্ম, পেশার দায়িত্ব যদি সৎভাবে পালন করা যায়, তবেই ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে। যে সমাজে বৈষম্য, গুজব থাকবেনা। সরকার সুন্দর সমাজ গড়তে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দেশের নাগরিকদেরও আগ্রহ নিয়ে, আদর্শবান একজন মানুষ হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।
ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে উল্লেখ করেন, বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সকলকেই ভূমিকা রাখতে হবে। দেশের সকল গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে তারুণ্যের ভূমিকা অপরিসীম। যে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন জাতি দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নে তারুণ্যের সম্ভাবনা, কর্মক্ষম তরুণ সমাজ গড়ে তোলা, দেশ গড়তে তাদের কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদানকালে বলেন, হিংসা-বিদ্বেষের মতো যে বিষয়গুলো মানুষকে ভালো কাজ করতে বাধা দেয়, সেগুলো নিয়ন্ত্রণ করতে পারলে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ করা সহজ হবে।
সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তাগণ ন্যায়ভিত্তিক সমাজের বিভিন্ন দিক সম্পর্কে নিজ মতামত পেশ করেন। তাদের বক্তব্যে উঠে আসে, রাষ্ট্রের নাগরিকদের প্রত্যাশা দেশের প্রতিটি নাগরিক যেন ভালো থাকে, দেশ যেন নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যায়। নতুন চিন্তা, উদ্ভাবনের সাথে দেশের নাগরিকদের সম্পৃক্ত হয়ে শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। ছাত্রপ্রতিনিধি আলোচনায় দেশকে এগিয়ে নিতে তারুণ্যের উৎসাহের কথা ব্যক্ত করেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে মুক্তাগাছা উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভিন, উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র, সমন্বয়কসহ ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
0 Comments