Header Ads Widget

 


মুক্তাগাছার ঘোগা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

 


মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

বুধবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপি'র  সহযোগিতায় স্থানীয় সরকার, গ্রাম উন্নয়ন কমিটি, ভিলিজেন্স টিম, শিশু ফোরাম, যুব ফোরাম ও ধর্মীয় নেতৃবৃন্দের  আয়োজনে ঘোগা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  ঘোগা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করেন সালমা বেগম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং প্রশাসক ঘোগা ইউনিয়ন পরিষদ।  

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  জামালপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, সহকারি উপজেলা যুব উন্নয়ন অফিসার সাদিকুল ইসলাম সেতু, শাহ্ আলম খান উপ-সহকারী কৃষি কর্মকর্তা, নজরুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা ঘোগা ইউনিয়ন পরিষদ, মোঃ শাহজাহান আলী - স্বাস্থ্য সহকারী, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মজনু তালুকদার, ধর্মীয় নেতা স্বরাত কৃষ্ণ দাশ, স্থানীয় সরকারের সকল সদস্য, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ আমাদের সন্তানদের ভবিষ্যত নষ্ট করে দেয়। নারী-শিশুদের স্বাস্থ্য নষ্ট করে দেয়, তাদের জীবনকে ধ্বংস করে দেয়। তাদের ভবিষ্যৎ বলতে কিছুই থাকে না। 

এজন্য মূল যে কাজটি হবে তা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। সচেতনতায় রোধ হয় বাল্যবিবাহ। যারা বয়ষ্ক এবং নেতৃস্থানীয় আছেন তাদের সবার দায়িত্ব এবং সবাই মিলে কাজ করে যাওয়া। সরকারের নিয়োজিত যারা আছেন তাদেরকে আইনের মাধ্যমে বাস্তবায়িত করতে হবে। কিন্তু একটা কথা স্বরণ রাখতে হবে সমাজের ইতিবাচক কাজগুলো শুধু আইন করে হয়না। প্রশাসন কিছুই করতে পারবে না যতক্ষণ আপনারা নিজেরা নিজেদের জন্য এই ইতিবাচক কাজগুলো সবাই মিলে না করবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক। 

উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান শিশু ফোরামের পক্ষে নুসরাত জাহান রুম্পা। 

শপথ - আমরা শপথ করছি যে, আমরা আমাদের পরিবারে কখনো কোনো অবস্থাতেই ১৮ বছরের নিচে কোন মেয়ে এবং ২১ বছরের নিচে কোন ছেলের বাল্যবিবাহ দিবো না। আমাদের পাড়া, গ্রাম বা ইউনিয়নে কোন বাল্যবিবাহ সম্পাদনে নিজেকে জড়াবো না, কোনরূপ সহায়তা বা তদবির করব না এবং বাল্যবিবাহ বন্ধে যথেষ্ট সোচ্চার থাকব।

Post a Comment

0 Comments