ফুলপুর প্রতিনিধিঃ ফুলপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে।সম্ভাব্য আকস্মিক বন্যা বা পাহাড়ী ঢলে প্রাকৃতিক দুর্যোগে করনীয় বিভিন্ন দিক নিয়ে পূর্ব প্রস্তুতি মূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকাল ৪ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে ওই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এবং পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার। সভাপতির বক্তব্যে তিনি জানান, আমাকে উর্ধতন কর্মকর্তা ময়মনসিংহ জেলা থেকে জানানো হয়,বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ এর সম্ভাবনা রয়েছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে।আমরা প্রস্তুতি শুরুও করে দিয়েছি। বন্যা আসলে ক্ষতি তো হবেই, ফেরানো যাবে না, তবে পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষতি কিছুটা কম হবে।তাই আমাদের করনীয় সতর্ক থাকা,বন্যা আসার পূর্বেই প্রস্তুতি নেওয়া অতি জরুরি।
আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, ফুলপুর পৌর কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদী। উপজেলা কৃষি অফিসার মোঃকামরুল ইসলাম কামু, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃশিহাব উদ্দিন খান, ফুলপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা লুৎফর রহমান, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সেচ্ছাসেবী সংগঠন হেলডস ওপেন স্কাউট কমিটির সদস্য লাবীব নাহাদী রাহাত।
এছাড়াও,সাংবাদিক হুমায়ুন কবির মুকুল,মোঃনুরুল আমিন, সেকান্দর আলী,সাংবািক মো:ফয়জুর রহমান, ইকবাল হুসাইন,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments