বাবলু আকন্দঃ নয়ন স্মৃতি সংসদের উদ্যোগে নগেন্দ্র নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বনজ ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। বনজ ও ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং শিক্ষার্থীরা এ থেকে সচেতনতা অর্জন করবে।
অনুষ্ঠানে নয়ন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ জানান, আগামী দিনে আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবে সংগঠনটি।
0 Comments