Header Ads Widget

 


মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মাখরান বিলের পাড়ে মানব বন্দ্বন অনুষ্ঠিত

 


তাড়াইল প্রতিনিধিঃ তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের মাখরান বিলের সাব লিজার হিসাবে শাহারিয়ার খান,জাকারিয়া খান গং সহ একদল লোক দীর্ঘ দিন ফিসিং সহ শ্রেনী বিন্যাস করে মাটি বিক্রি করে মাখরান বিল কে তিন পার্ট করে কৃষকের আবাদী জমি নষ্ট করে আসছে এর প্রতিবাদ করতে গেলে  ২৯ জন কে আসামী করে মাছ চুরির  মিথ্যা মামলা দায়ের করে, এই মামলা প্রত্যাহারের দাবীতে তাড়াইল উপজেলা যুবদলের নেতা নুর মোহাম্মদের নেতৃত্বে ২৩ শে জুলাই রোজ বুধবার সকাল এগারটার সময় মাখরান বিলের পাড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 


এতে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক  বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাবেক শিক্ষক বীর মুক্তিযুদ্ধা ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন ভূইয়া, জাওয়ার ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক আব্দুল্লহ খান, শহিদুল ইসলাম বকুল,  জাওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকলাকুল ইসলাম অংকুর, বক্তৃতায় বক্তারা এই জলমহাল একব্যক্তির বলে চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে বক্তারা বলেন গোবিন্দ বর্মন নামে এক ব্যক্তির নামে বীট কেটে সাব লীজ নেওয়া শাহারিয়া জাকারিয়া ইছাপশর, বোরগাও, ছনাটি, জাওয়ার গ্রামের সাধারণ মানুষ তো দুরের কথা যাদের একের পর একর জমি আছে বিলের ভিতর তাদের কে বিলে নামতে দেওয়া হয়না, ছনাটির কুড়ের মুখে মাটির বাদ বোরগাও কুড়ের মুখে মাটির বাধ দিয়ে জলাবদ্ধতার শৃষ্টি করে শত শত কৃষকের হাজার হাজার মন ধানের জমি সময় মত লাগাতে পারেনা এই গুলি বাধা প্রদান করতে গেলে সাধারণ গ্রাম বাসীদের নামে গোবিন্দ বর্মন কে বাদী করে মিথ্যা মামলা দেওয়া হয় এই মিথ্যা মামলা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রত্যাহার করার জোরালো দাবী জানান মানব বন্ধন কর্মসূচিতে বক্তারা। 

Post a Comment

0 Comments