তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ ক্রীড়ানুষ্ঠান শুরু হয়।
হাজি গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি জিসান আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল জাহীদ।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি তানজিলা আখতার বলেন, বাবা-মা, শিক্ষকদের সন্মান করলে ভালো ও উন্নত মানুষ হিসাবে নিজেকে গড়া যায়। এছাড়াও মাদক, মোবাইলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 Comments