তাড়াইল প্রতিনিধি : তাড়াইল উপজেলার বেলংকা গ্রামে অদ্য ২৮ শে জানুয়ারি রোজ বুধবার কিশোগনন্জের পদ্মা জেনারেল হাসপাতালের উদ্যোগে সকাল দশ গঠিকা হইতে বিকাল চার গঠিকা পর্যন্ত ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মাও আঃ বাতেনের সার্বিক সহযোগীতায় কিশোরগঞ্জ পদ্মা জেনারেল হাসপাতালের মার্কেটিং ম্যানাজার মোবারক হোসেন বিল্লাল এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি মেডিকেল টিম সকাল দশ গঠিকা থেকে সেবার কাজ শুরু করে, ফ্রী মেডিকেল সেবায় ছিল ডায়বেটিস পরিক্ষা, রক্তের গ্রুপ পরিক্ষা, কফ কাশ পরিক্ষা ইত্যাদি। সরে জমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় বেলংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল থেকে ছিল মানুষের লম্বা সারি বদ্ধ লাইন যেখানে সব বয়সের মানুষ দেখতে পাই আজিজুল ইসলাম (৫৮)নামের একজনের সাথে কথা হলে তিনি জানান আমি ডায়বেটিস পরিক্ষা করতে আসছি রিজাল্ট ও সাথে সাথে দিয়ে দিছে আঃ হক (৩৮) নামের একজনের সাথে কথা হলে তিনি জানান আমি ডায়বেটিস পরিক্ষা করতে আসছি এ ভাবে প্রায় পাছ থেকে সাতশত লোকের চিকিৎসা সেবা দিবে বলে মেডিকেল টিমের প্রধান জানান প্রতিবেদন লেখা শেষ অবধি মেডিকেল সেবা চলছিল।

0 Comments