Header Ads Widget

 


হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

 


হালুয়াঘাট প্রতিনিধিঃ সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন, স্বনির্ভরতা বৃদ্ধি এবং জীবনমানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হালুয়াঘাটে দুইশত পরিবারের মাঝে চার শত ছাগল ও বিভিন্ন খামারি উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচি স্থানীয় দারিদ্র্যপীড়িত নৃ-গোষ্ঠির জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

রোববার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদসহ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, “সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে ছাগল পালন করে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে এবং তাদের জীবনমান আরও উন্নত হবে।” অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, শুধু ছাগল বিতরণই নয়, খামারিদের প্রশিক্ষণ, চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে, যাতে তারা টেকসইভাবে প্রাণিসম্পদ চাষে এগিয়ে যেতে পারে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ বলেন, মোট ৩৮৫ জোড়া ছাগলের মধ্যে প্রথম ধাপে দুইশত সুফলভোগীর হাতে ছাগল ও উপকরণ তুলে দেওয়া হয়েছে। বাকি ছাগলগুলো পর্যায়ক্রমে অন্যান্য নির্বাচিত পরিবারের মাঝে বিতরণ করা হবে।

ছাগল পেয়ে উপকারভোগীদের মধ্যে এক ধরনের আনন্দ ও উচ্ছ¡াস দেখা যায়। অনেকে জানান, এই সহায়তা তাদের পরিবারের নিয়মিত আয় বাড়াতে, পুষ্টির ঘাটতি দূর করতে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে খামার গড়ে তুলতে সাহায্য করবে।

সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Post a Comment

0 Comments