মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ তাঁর নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হয়েছেন। মুক্তাগাছা পৌর শহরের লক্ষীখোলা এলাকায় শনিবার বাদ আছর হতে এশার নামাজের আগপর্যন্ত জনতার মুখোমুখি হয়ে মুক্তাগাছার তরুণ প্রজন্ম ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের ভাবনা জানতে সরাসরি প্রশ্নোত্তরপর্বে অংশ গ্রহন করেন।
জনতার মুখোমুখি অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়। এ সময় এড. মতিউর রহমান আকন্দের নির্বাচনী এলাকা মুক্তাগাছা নিয়ে তাঁর ভাবনা সম্পর্কে জানতে চান উপস্থিত জনতা। নির্বাচিত হলে মুক্তাাগছা উপজেলার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান, গ্রাম-শহরের রাস্তাঘাট, নারীদের সামাজিক নিরাপত্তা, চাঁদাবাজী সহ বিভিন্ন বিষয়ে করনীয় সম্পর্কে সরাসরি এবং লিখিত ভাবে দুইশ’র অধিক পুরুষ-মহিলার প্রশ্নের উত্তরদেন এডভোকেট মতিউর রহমান আকন্দ। এসময় মতিউর রহমান আকন্দ বলেন, আমি মুক্তাগাছায় সংসদ সদস্য নির্বাচিত হলে মুক্তাগাছার উন্নয়ন, সমস্যা, করণীয় বিষয়ে সর্বশেষ তথ্য প্রতি ৬ মাস অন্তর অন্তর জনগণকে অবগত করা হবে।
আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামী উলামা বিভাগের সভাপতি মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ শামছুল হক, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মাওলানা আজহারুল ইসলাম শাহীনসহ পৌর জাময়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 Comments