হালুয়াঘাট প্রতিনিধিঃ হালুয়াঘাটে গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপদ পানির চাহিদা পূরণের লক্ষ্যে সরকারি অর্থায়নে স্থাপিত অসমাপ্তকৃত সাবমার্সেবল পাম্পটি স¤প্রতি চুরির ঘটনা ঘটেছে। ২৯ নভেম্বর রাতে বিদ্যালয়ের সাবমার্সেবল পাম্পটি স¤প্রতি চুরির ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের চরম ভোগান্তিতে পড়তে হবে। উক্ত বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী পদে শঙ্খ সরকার নামে একজনের নিয়োগ থাকার পরেও চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দপ্তরি কাম প্রহরী থাকা সত্তে¡ও অজ্ঞাত চোরচক্র বিদ্যালয়ের সাবমার্সেবল পাম্পটি খুলে নিয়ে যায়। ঘটনার পরে গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দীন হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডাইরি করেন।
দপ্তরি কাম প্রহরী শঙ্খ সরকার বলেন, সাবমার্সেবল পাম্পটি এখনো আমাদেরকে বুঝিয়ে দেয়নি। রাতে আমি বিদ্যালয়ে ছিলাম কিন্তু কে বা কাহারা চুরি করে নিয়ে যায় তা বলতে পারবো না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন জানান, ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন।
উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান বলেন, এ ঘটনার বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

0 Comments