Header Ads Widget

 


হালুয়াঘাটে পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন


হালুয়াঘাট  প্রতিনিধিঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে মিথ্যা অভিযোগ ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হালুয়াঘাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা। তিনি জানান, ২০১০ সালের ১৯ মার্চ মাসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখা গঠনের পর থেকেই সংগঠনটি শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দির ও কেন্দ্রীয় শশ্মান মন্দির পরিচালনার দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ৪ নভেম্বর সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী ১০১ সদস্যের কামাক্ষা মাতার মন্দির কমিটি ও ৫১ সদস্যের কেন্দ্রীয় শশ্মান মন্দির কমিটি অনুমোদন দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, নতুন কমিটি ঘোষণার পর একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার শুরু করেছে এবং গত ২২ নভেম্বর অবৈধভাবে মন্দিরের মাঠে মাইক ও চেয়ার ব্যবহার করে বৈধ কমিটির বিরুদ্ধে সভা করে মন্দির দখল করার চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় পূজা উদযাপন পরিষদ তীব্র নিন্দা জানায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভাজন সৃষ্টি করে দুই মন্দিরের স্বাভাবিক কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় লিপ্ত, যা স¤প্রদায়ের মধ্যে অস্থিরতা বাড়াচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও স¤প্রদায়ের সহযোগিতা কামনা করেন নেতারা।

এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার,সাবেক অধ্যক্ষ স্বপন কুমার ধর,সঞ্জয় সরকারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments