Header Ads Widget

 


তাড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন হাত পাখা প্রতিকের প্রার্থী

 


তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অদ্য ১১ই নবেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন গঠিকায় ইসলামি আন্দোলন বাংলাদেশ এর তাড়াইল উপজেলা কার্যালয়ে সংবাদ কর্মীদের সাথে  উপজেলা সেক্টেটারী হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল করিমগঞ্জ সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতিকের প্রার্থী অধ্যাপক আলমগীর হোসেন তালুকদার তিনি আগামী এয়োদশ সংসদ নির্বাচনে সাধারণ মানুষের আশা আখাংকা পুরন করার জন্য আমি  প্রার্থী হয়েছি,  তিনি বলেন  বিগত একাত্তর পরবর্তী যত সরকার এসেছে কেউ সাম্য ও মানবিক অধিকার প্রতিষ্ঠায় কোন কাজ করেনি বরং ক্ষমতায় যারা গিয়েছে তারাই লুন্ঠন করেছে সাম্য মানবিক ন্যায় বিচার,,সব দলের মুল নেতাকে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে নেতা কি চাঁদা বাজি, জোয়া, ওমাদক কারবারি কে আশ্রয় পশ্রয় দেয় সেই নেতা ইনসাফ কারি নেতা হতে পারে না, একমাত্র ইসলামি আন্দোলন বাংলাদেশ ই চাঁদাবাজ সস্রাশ পছন্দ করেনা আগামী নির্বাচনে এইদল কে সাধারণ মানুষ বেচে নিবে বলে আশা করে, তিনি আরও  বলেন নির্বাচিত হতে পারলে আমি তাড়াইল করিমগঞ্জ কে আধুনিক উপজেলা হিসাবে গড়ে তোলব,নির্বচিত না হতে পারলেও প্রতিটি ইউনিয়নে আই,সি,টি স্কুল করার পরিকল্পনা আছে আগামী নির্বাচনে তরুনদের ভোট কালেক্ট করার জন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে যুব কমিটি গটন করা আছে নির্বাচনের আগে প্রত্যেকএলাকায় মহিলা টিম কাজ করবে বিকাল চারটায় সকল সংবাদ কর্মীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। 

Post a Comment

0 Comments