ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পরে কালাদহ দাখিল মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশ গ্রহণে সম্মেলনটি জনসভায় পরিনত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
বক্তব্যে তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রজনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে কারণ তারা আধিপত্য ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলো। তিনি বলেন, দেশে শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে বিগত সময়ে কোন উন্নয়ন হয়নি।
অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা হবে। সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন, জামায়াত সুযোগ পেলে দেশে দুই কোটি শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবে। এসময় তিনি এই অঞ্চলের কৃষিকে গুরুত্ব দিয়ে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করবেন বলেও জানান।
কালাদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা আমীর ফজলুল হক শামীম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, জামায়াত নেতা এসএম শাহজাহান ও ছাত্রশিবিরের সভাপতি মানিক হাসান সহ অন্যান্যরা। সম্মেলন পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল।

0 Comments