Header Ads Widget

 


তাড়াইলে খাল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

 


তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতনামা আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি বন্দের কুবাদীয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।


তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


তিনি আরও জানান, লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এলাকাবাসীর কেউ মৃত ব্যক্তিকে চিনতে পারেননি। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

Post a Comment

0 Comments