তাড়াইল প্রতিনিধিঃ "সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ"-
এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তাড়াইল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জিসান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাব্বির রহমান, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি।
এ সময় তাড়াইল ফায়ার সার্ভিসের সদস্য, বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং স্থানীয় পর্যায়ে দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
তাঁরা আরও বলেন, “সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ মোকাবেলা বিষয়ক সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়|
এর আগে তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অসাবধানবশত আগুন লাগলে কি করনীয় তার একটি মহড়া প্রদর্শন করা হয়।
0 Comments