Header Ads Widget

 


মুক্তাগাছায় এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

 


বাবলু আকন্দঃ সারা দেশের ন্যয় ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় প্রেসক্লাবে অবস্থানকালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট।

 সোমবার দুপুরে মুক্তাগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসায় জড়োহন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তাাগাছা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন। মানববন্ধনে মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসর শিক্ষক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শিক্ষক মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসা আব্দুল মান্নান, মনিরামবাড়ী আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোস্তফা রায়হান, নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল আলম, সহকারী শিক্ষক আজহার ইসলাম, আব্দুল মতিন, মোঃ শামীম আলম প্রমুখ। মানববন্ধনে উপজেলার এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ২০% বাড়ি ভাড়া, ১৫শ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে আন্দোলন করে আসছে।

 

Post a Comment

0 Comments