Header Ads Widget

 


যুব নেতা সাইদুর ফরাজীর রূহের মাগফেরাত কামনায় মুক্তাগাছায় দোয়া মাহফিল

 


বাবলু আকন্দঃ মুক্তাগাছা আল আমান মসজিদে নয়ন স্মৃতি সংসদের উদ্যোগে যুব নেতা ও নয়ন স্মৃতি সংসদের সদস্য সাইদুর রহমান ফরাজীর রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক, মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফরাজী (প্রায় ৪৮) গত ২৫ আগস্ট ইন্তেকাল করেন।তার মৃত্যুতে মুক্তাগাছা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে।


দোয়া মাহফিলে নয়ন স্মৃতি সংসদের সদস্যরা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সাইদুর রহমান ফরাজী ছিলেন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শিক এক যুব নেতা, যিনি দল ও সমাজের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।


মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত, জান্নাতুল ফেরদৌস কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Post a Comment

0 Comments