Header Ads Widget

 


ফুলপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

 ফুলপুর প্রতিনিধি:গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: নুরুল হক ভিপি নূরের ওপর ঢাকায় বর্বরোচিত হামলার প্রতিবাদে হামলাকারীদের তীব্র নিন্দা ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেলে গণঅধিকার পরিষদ ফুলপুর উপজেলা শাখার আয়োজনে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন। পরে মিছিলটি ফুলপুর বাসস্ট্যান্ড আনঞ্জুমান মার্কেটের সামনে সমাবেশে করেন।


সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি শাহ সুলতান মৃধা, গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিন উদ্দিন ফকির প্রমুখ। বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ সময় গণঅধিকার পরিষদ ফুলপুর উপজেলা ও জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments