Header Ads Widget

 


মুক্তাগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

 


বাবলু আকন্দঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৬নং মানকোন ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার বিকালে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের ব্যাপক উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই দুঃসময়ে তৃণমূল কর্মীরাই বিএনপির মূল শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।


সম্মেলনের উদ্বোধক ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমীন খসরু বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় গণমানুষের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। দলকে সুসংগঠিত করে নতুন উদ্যমে রাজপথে নামতে হবে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান লেবু, সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম শহীদ, যুগ্ন আহবায়ক এ কে এম জাহাঙ্গীর হাসান, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, মানকোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফেরদৌস হক হীরা, মানকোন ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক ও চেয়ারম্যান শহিদুল ইসলাম তারা প্রমুখ। 


বক্তারা বলেন, দলকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হবে। গণতান্ত্রিক অধিকার আদায়ে স্বেচ্ছাসেবক দলকে এগিয়ে আসতে হবে। তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল হাসান জনি এবং সঞ্চালনা করেন মো: আব্দুস ছাত্তার।


কর্মী সম্মেলনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আরও সক্রিয় ও শক্তিশালী করার শপথ গ্রহণ করা হয়।


Post a Comment

0 Comments