তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের বার্ষিক নৌকা ভ্রমণ অদ্য ১৬ ই আগস্ট রোজ শনিবার সকাল নয়টায় উপজেলার পুরাতন ডাকবাংলোর সামনে থেকে নৌকায় উটেন অজানা গন্তব্যের দিকে এ সময় যুবদলের উপজেলা আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব ও সদস্য সচিব জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে সাতটি ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতা কর্মীরা নৌকা ভ্রমণে যোগ দেন, ধলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কাশেম জয়, ও জাওয়ার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল করিম দানু আব্দুল আওয়াল, রবিন মিয়া,হিটলার, সোহাগ মিয়া, দুপুর দুই গঠিকায় নিকলী উপজেলায় গিয়ে রিসোর্ট সেন্টার সহ অগনিত দর্শনীয়৷ জায়গা প্রিয়দর্শন করে নৌকায় বসে দুপুরের খাবার খেয়ে বিকাল পাঁচ টায় আবার তাড়াইল উপজেলার উদ্দেশ্যে রওনা করেন সন্ধা সাত টায় তাড়াইল উপজেলা ট্রলার গাঠে এসে সমাপ্তি ঘোষনা করেন
এই আনন্দ ভ্রমণে তাড়াইল উপজেলা যুবদলের নেতা কর্মীদের মাঝে আগামী দিনে দলীয় কার্যক্রম ত্বরান্বিত হবে বলে নেতা কর্মী সমর্থকরা মনে করে তাই একতা বদ্ধ তাকার অবলম্বন বলেও মনে করে নেতারা।
0 Comments