Header Ads Widget

 


মুক্তাগাছায় জে এফ স্কুলে নয়ন স্মৃতি সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


 বাবলু আকন্দঃ পরিবেশ সংরক্ষণ ও আগামী প্রজন্মকে সবুজের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে মুক্তাগাছার জে এফ স্কুল প্রাঙ্গণে নয়ন স্মৃতি সংসদের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন জে এফ স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ নাজির উদ্দিন নাদিম ফকির। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ময়ন স্মৃতি সংসদের সদস্য এবং স্থানীয় সমাজকর্মীরা।


কর্মসূচিতে আম, কাঁঠাল, লিচু, জামসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ এবং মহুয়া, নিম, গর্জনসহ বনজ গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি এবং বনভূমি ধ্বংসের কারণে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে। তাই প্রত্যেকেরই উচিত অন্তত একটি করে গাছ লাগানো ও তার সঠিক যত্ন নেওয়া।


জে এফ স্কুলের প্রধান শিক্ষক নাদিম ফকির এ সময় বলেন,

“গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, বরং এটি প্রাকৃতিক বিপর্যয় রোধ, বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ এবং মানুষের জীবনে শান্তি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের এই কার্যক্রমে যুক্ত করে আমরা তাদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে চাই।”


অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেন, তারা লাগানো প্রতিটি গাছের যত্ন নেবেন এবং অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করবে।

Post a Comment

0 Comments