বাবলু আকন্দঃ মুক্তাগাছার দুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা, মতিউর রহমান ও উপ-পরিচালক মাজহারুল হক চৌধুরীর নির্দেশনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন নাহার, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা খাতুন, MOMCH&FP ডা. রিফাত জাহান, চিকিৎসক ডা. উম্মে নওফি নীতু ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উচ্চ ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনিক মন্ডল শুভ, পরিবার কল্যাণ পরিদর্শিকা জেসমিন আকতার ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল বাসিত ফারুকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, কর্মসূচিতে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী মিলিয়ে মোট ১৫ প্রজাতির চারা রোপণ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্র ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, কর্মসূচিতে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী মিলিয়ে মোট ১৫ প্রজাতির চারা রোপণ করা হয়েছে। চারাগাছগুলোর সুরক্ষার জন্য প্রয়োজনীয় বেড়া দেওয়া হয়েছে। উক্ত কার্যক্রমে সকল খরচ যেমন গাছের চারা, বেড়া এবং অন্যান্য উপকরণের ব্যয় উক্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের নিজস্ব উদ্যোগে বহন করা হয়েছে।
এছাড়া স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এই উদ্যোগে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে।
0 Comments