ফুলবাড়িয়া প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারে বর্ণাঢ্য আয়োজনে দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও আর্থ সামাজিক অবকাঠামো উন্নয়নে কাজ করা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)এর শাখা উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সকালে আছিম বাঁশদি এলাকায় সংস্থাটির শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
এ আয়োজনে বক্তব্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থাটির ময়মনসিংহ ডোমিন প্রধান (অপারেশন-১২) আনোয়ার হোসেন, গাজীপুর জোন প্রধান মো. আব্দুল কাদের, ত্রিশাল রিজিয়ন প্রধান এস এম তাইফুর রহমান,
আছিম বাজারের সভাপতি মোহাম্মদ আলী, টিএমএসএস এর আছিম শাখা প্রধান ফেরদাউস রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, টিএমএসএস এর জন্ম তৃণমূল থেকে। বাংলাদেশে যে কয়েকটি এনজিওর (সংস্থা) জন্ম হয়েছে তন্মধ্যে এটিই প্রথম। এসময় তিনি ঋণ গ্রহহীতাদের ঋণের টাকা সঠিকভাবে ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। পরে উদ্বোধন শেষে ক্ষুদ্র ঋণ হিসেবে এ শাখার ৩১ জন সদস্যদের মাঝে ২০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
0 Comments