স্টাফ রিপোর্টারঃ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন-২-এ কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আরিফুজ্জামানকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে। তিনি দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকে পলাতক ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে গেলে বিএসএফ তাঁকে আটক করে। পরে তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, আরিফুজ্জামান গত বছরের ৫ আগস্ট পর্যন্ত রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এরপর তাঁকে মুক্তাগাছার এপিবিএন-২-এ বদলি করা হয় এবং সেখানে তিনি গত বছরের ১৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। কিন্তু ১৪ অক্টোবর থেকে তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। তখন থেকেই তিনি পলাতক ছিলেন।
এদিকে কাকডাঙ্গা বিজিবির সুবেদার কামরুজ্জামান বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি, তদন্ত চলছে।”
0 Comments