বাবলু আকন্দঃ মুক্তাগাছার দারুল উলুম হামিওসুন্না গোরস্থান মাদ্রাসায় নয়ন স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়ন স্মৃতি সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।
নয়ন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ জানান, বর্তমান পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তারা বলেন, “আজ আমরা যে গাছ রোপণ করছি, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছায়া, অক্সিজেন ও জীবনদায়ী সম্পদ হয়ে উঠবে।”
মাদ্রাসার প্রধান শিক্ষক এ কর্মসূচির জন্য নয়ন স্মৃতি সংসদকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
0 Comments