Header Ads Widget

 


মুক্তাগাছায় যুব উন্নয়ন দিবস পালিত

 


মুক্তাগাছা প্রতিনিধিঃ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মুক্তাগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি, শপথ পাঠ, চেক ও সার্টিফিকেট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।


বিশেষ অতিথি ও অন্যান্য মধ্যে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর মুক্তাগাছা শাখার আমির অধ্যাপক শামছুল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এসিওর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ, প্রোগ্রাম অফিসার রাশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

Post a Comment

0 Comments