তাড়াইল প্রতিনিধিঃ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মিলনায়তনে ১২ই আগস্ট রোজ মঙ্গলবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ ইং আলোচনা সভা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন ও যুব ঋনের চেক বিতরন করা হয়।
তাড়াইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ পপি খাতুন, আরও উপস্থিত ছিলেন তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাব্বির আহম্মেদ উপজেলা কৃষি কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) তাড়াইল উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক সারোয়ার আলম উপজেলা যুবদল আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, জাসাস আহ্বায়ক মাসুদ পারভেজ, যুবদল সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হাসান রাকিব, বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা বি এন পির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সামির হোসেন সাকি, আগামী দিনে যুব সমাজ দেশ কে এগিয়ে নেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন,
সকাল দশটা এিশ মিনিটে যুবসমাবেশ অনুষ্ঠিত হয় ১২,৩০ মিনিটে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও যুব ঋনের চেক বিতরন করা হয়।
0 Comments