ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বন বিভাগের আওতাধীন রাঙ্গামাটিয়া ফরেস্ট ক্যাম্প এলাকার সুফল বাগানের সভাপতি খোরশেদ আলম এবং বন বিভাগকে জড়িয়ে একটি চক্র ধ‚ম্রজাল তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে।
এ চক্রটি নিজেদের অসৎ উদ্দেশ্য সাধন করতে বনবিভাগ ও খোরশেদ আলমকে জড়িয়ে ভিত্তিহীন ও মনগড়া মিথ্যা তথ্য প্রচার করে নানান বিতর্কের সৃষ্টি করেছেন। যা নিয়ে এলাকায় চলছে সমালোচনা।
স্থানীয়রা বলছেন, খোরশেদ আলমের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। তিনি সর্বাবস্থায় মানুষের উপকার করে থাকেন। বর্তমানে কিছু লোক উদ্দেশ্যম‚লকভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব অপপ্রচার করে যাচ্ছে।
স্থানীয় আদিবাসী নেতা সন্তোষ মারাক ও আমির হোসেনসহ একাধিক ব্যক্তি বলেন, আমাদের জানামতে খোরশেদ খুবই ভালো মানুষ। কিছু মানুষ অহেতুক তার নামে মিথ্যাচার করছে। যা খুবই দুঃখ জনক।
এ ব্যাপারে সুফল বাগানের সভাপতি খোরশেদ আলম বলেন, সম্প্রতি বন বিভাগ কর্তৃক বাড়ি নির্মাণে বাঁধা দেওয়ার ব্যাপারে তার জানা নেই। একটি মহল উদ্দেশ্যম‚লকভাবে তাকে জড়িয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এ ব্যাপারে সন্তোষপুর বিট অফিসের কর্মকর্তা এমদাদুল হক জানান, সংরক্ষিত বনে স্থায়ী পাকা ইমারত নির্মাণ কাজে বাধা দেওয়ায় একটি মহল মিথ্যাচার করে যাচ্ছে। যার কোন ভিত্তি নেই। আমরা মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাই।
0 Comments