Header Ads Widget

 


মুক্তাগাছায় ১৩ শ্রমিককে মৃত্যুকালীন কল্যাণ ফান্ড প্রদান

 


মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ঐতিহ্যবাহী মুক্তাগাছা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১৩ জন শ্রমিককে আংশিক মৃত্যুকালীন কল্যাণ ফান্ড প্রদান করা হয়েছে।


মুক্তাগাছা  উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রধান আহ্বায়ক মোঃ সুলতান মাহমুদ বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক সদস্য মোঃ সোহাগ মিয়া, মোঃ রুহুল আমীন দারা ও মোঃ হারুন অর রশিদ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিগত দিনের কমিটি আমাদের ওপর প্রায় ১০ লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে রেখে গেছে। সেই ঋণ পরিশোধের চাপে আমরা প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। এরপর ৫ই আগস্টের পর আমাদের আয়ের উৎস সীমিত হয়ে পড়ে, ফলে শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল দুই মাস বন্ধ রাখতে বাধ্য হই।”


তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও কল্যাণ তহবিল কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান নেতারা। বক্তারা আরও বলেন, “আমরা এখন থেকে নিয়মিতভাবে এই কার্যক্রম চালিয়ে যাব এবং শ্রমিকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। কল্যাণ তহবিল যথাসময়ে ও সঠিকভাবে বিতরণের ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকব।”


স্থানীয় শ্রমিকদের মধ্যে এই উদ্যোগটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। অনেকেই এই ফান্ডকে শ্রমিকদের জীবনের কঠিন সময়ে বড় সহায়তা হিসেবে বিবেচনা করছেন।

Post a Comment

0 Comments