Header Ads Widget

 


উপজেলা ছাত্রদল সভাপতির বাড়ির রাস্তার বেহাল দশা

 


তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পংপাছিয়া পুর্বপাড়া গ্রামে উপজেলা ছাত্রদলের সভাপতির বাড়ির রাস্তার বেহাল দশা। 

সরেজমিন পরিদর্শন করে জানা যায় সামান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচল করা দুস্কর হয়ে যায়,স্হানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার রসু মিয়ার সাথে কথা হলে তিনি জানান বিগত অর্থ বছরে মাঠি কাটার প্রকল্প দিয়ে মাটি কাটিয়েছি এই বৃষ্টির মাঝে ধান ভর্তি টুয়েন্টি গাড়ি যাতায়াত করে রাস্তাটি গর্ত হয়ে গেছে। 

তিনি এই রাস্তাটিতে ইট দিয়ে সলিং করার বরাদ্দের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আহ্বান  জানান, একেই গ্রামের বাচ্ছু ভুইয়ার সাথে কথা হলে তিনি জানান এই রাস্তাটি সামন্য বৃষ্টি হলে এতটাই খারাপ হয় যা দিয়ে স্কুলগামী  ছোট ছেলে মেয়েরা প্রতি দিন জামা কাপড় নষ্ট করে বাড়ি ফিরে তাই উপজেলা প্রসাশনের কাছে রাস্তাটি সলিং করার জোর দাবী জানান,কথা হয় তাড়াইল উপজেলা ছাত্রদল সভাপতি জি,এম হাবিবুর রহমান হাবিবের সাথে তিনি জানান একটু বৃষ্টি হলে বাড়ি থেকে বের হওয়ার কোন সুযোগ নাই এই রাস্তা দিয়ে শত শত মন ধান পাট আনা নেওয়া করে পংপাচিয়া পুর্ব পাড়ার লোক জন, আমার বাড়ি এই রাস্তায় হওয়ায় বিগত ফ্যাসিষ্ট সরকার ১৬ বছরে এক টুপ্রি মাটিও ফালাইনি এই রাস্তায়, বিগত ৫ আগষ্টের পর মাটি কাটার বরাদ্দ হয় এবং মাটি কেটে রাস্তাটি সংস্কার করা হলেও সামান্য বৃষ্টির পর ট্রলি গাড়ি দিয়ে ধান পাট নামালে রাস্তা দিয়ে গাড়ি যাবে তো দুরের কথা খালি পায়ে হেটে যাওয়ার কোন সুযোগ তাকেনা কোন অসুস্থ রোগী যদি উপজেলা সদরে নিয়ে যেতে হয় তবে নিয়ে যাওয়া সম্বব হয় না। তিনি বলেন আমি সহ আমার এলাকা বাসীর দাবী অনতি বিলম্বে উপজেলা প্রসাশন নজরে নিয়ে এই রাস্তাটি ইট দিয়ে সলিং এর ব্যবস্হা গ্রহন করে। 

Post a Comment

0 Comments