মুক্তাগাছা প্রতিনিধিঃ মুক্তাগাছায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার-এর আইএইচআরইপি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপি মানবাধিকার, প্রাকৃতিক সম্পদ সংরক্ষন এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে স্থানীয় সরকারী কর্মকর্তা ও প্রশাসনের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুক্তাগাছা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা তানভীর আহমেদ। কর্মশালায় প্রায় ৪০ জন স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের ও প্রশাসনের কর্মকর্তাগণ অংশ নেন।
প্রকল্পের কো-অর্ডিনেটর সুহাস চিরানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বর্তমান সময়ের একমাত্র আলোচিত বিষয় ‘মানবাধিকার’ মন্তব্য করে বলেন, মানুষ হিসেবে আমাদের মানবাধিকারপূর্ণ আচরণ করা উচিত। আমরা যেন অন্যের ক্ষতি না করি। আর যার যে অবস্থান সেখান থেকে মানবাধিকার ও পরিবেশ রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিত।
কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মানবাধিকার কি ও এর প্রয়োজনীয়তা এবং মানবাধিকার ও পরিবেশের আন্ত:সম্পর্ক বিষয়ে সেশন পরিচালনা করেন প্রকল্পের ব্যবস্থাপক মৌসুমী মজুমদার। এছাড়াও পরিবেশ সুরক্ষায় নাগরিক উদ্যোগ ও সচেতনতা বিষয়ে সেশন পরিচালনা করেন প্রকল্পের কো-অর্ডিনেটর সুহাস চিরান। উল্লেখ্য প্রকল্পটির কার্যক্রম উরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা, ময়মনসিংহ সদর ও ধোবাউড়া উপজেলা এবং নেত্রকোনা জেলার দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় চলমান রয়েছে।
0 Comments