ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুমোদনহীন ভেজাল হারবাল ও যৌন উত্তেজক ঔষুধ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত উপজেলার বালিয়ান ইউনিয়নের সাইতানতলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শামীম কবিরের নেতৃত্বে
সঙ্গীয় অফিসার সাইতানতলা এলাকায় জনৈক রাকিব উদ্দিন রিয়াদের দুই তলা ভবনের নিচতলার ভাড়াকৃত কক্ষ থেকে ভাড়াটিয়া সাইদুল ইসলাম কে অবৈধ ঔষুধ প্রস্তুতকালে হাতেনাতে আটক করেন। তবে এসময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ১২ জন ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ আরও জানান, এ অভিযানে অবৈধ ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন হারবাল ঔষুধ, যৌন উত্তেজক ক্যাপসুল, সিরাপ, হালুয়া, বিভিন্ন ধরনের পাউডার, তেল, মেশিন ও প্যাকেজিং সামগ্রীসহ প্রায় ২১ লাখ টাকার বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ ও সরঞ্জাম জব্দ করা হয়। এ অবৈধ ফ্যাক্টরিতে বিভিন্ন প্রকারের ঔষুধ প্রস্তত করা হতো।
পুলিশ জানান, এ ঘটনায় অভিযুক্ত সাইদুল ইসলাম
ঔষধ তৈরীর কোনো ধরনের সরকারি অনুমোদনের নথি দেখাতে না পারায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(গ) ধারায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও পলাতক অন্যান্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
0 Comments