Header Ads Widget

 


হালুয়াঘাটে বিএনপি নেতার স্ত্রী বিদ্যুৎপৃষ্টে নিহত

 হালুয়াঘাট প্রতিনিধি: হালুয়াঘাট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও বিএনপি নেতা শেখ সাদিরের স্ত্রী রুমানা পারভিন (৩৭) বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ মনিকুড়া এলাকার নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরের বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকায় একটি তার লিকেজ হয়ে ঘরের আর্থিং সিস্টেমের মাধ্যমে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় রুমানা পারভিন ঘরের বেড়ায় হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুমানা পারভিনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হারুন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments