ফুলপুর প্রতিনিধি:ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জাহানের উপজেলা প্রতিনিধি ক্বারী সুলতান আহাম্মদের মায়ের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার রুপসী ঘোমগাঁও গ্রামে নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
মরহুমা সোমবার সকাল ৮: ৪৫ মিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
জানাজা নামাজে অংশগ্রহণ করেন ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও এলাকার বিপুল সংখ্যক মুসল্লিগন।
0 Comments