বাবলু আকন্দ: ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি এর উদ্যোগে ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং বিষয়ক প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৬ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ৩০ দিন। মুক্তাগাছা উপজেলার ৪টি ইউনিয়ন থেকে বিশ জন নতুন সদস্য ইলেকট্রিক্যাল ওয়ারিং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বাস্তবায়ন করেছে এইচ আর ডি এন্ড ট্রেনিং ডোমেইন টিএমএসএস।
মুক্তাগাছা উপজেলার মনতলায় টিএমএসএস কারিগরি শাখায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রোলেন্ড গোমেজ এপি ম্যানেজার মুক্তাগাছা এপি,সজল কুমার দে প্রোগ্রাম অফিসার মুক্তাগাছা এপি,মৌসুমী আক্তার প্রোগ্রাম অফিসার মুক্তাগাছা এপি,সুভ্রা কুবি প্রোগ্রাম অফিসার, মোঃ রাশেদুল আলম প্রোগ্রাম অফিসার মুক্তাগাছা এপি।
বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি।
মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ বলেন বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণের স্বার্থে এবং কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে মুক্তাগাছা এপি।
0 Comments