তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জামে মসজিদে জুতা চুরির হিরিক লেগেছে।
জানা গেছে মসজিদে প্রতি ওয়াক্তের নামাজের সময় মুসল্লীদের দামী জুতা গুলো দেখে দেখে নিয়ে যায় কেবা কাহারা এই বিষয়ে মসজিদের মোয়াজ্জেম জানান আজ কিছু দিন যাবৎ মুসল্লীদের নামাজ শেষে জুতা না পাওয়ার অভিযোগ করছে, সরেজমিনে দেশের খবর পএিকার প্রতিনিধি কে কৃষি সম্প্রসারণ অফিসের একজন বলেন ঈদে খরিদ করা ১৩০০/ টাকা মুল্যের এক জোরা জুতা নামাজ পড়ে বের হয়ে আর পায়নি। তিনি বলেন এই জুতা চোর আশেপাশে উৎপেতে তাকে মসজিদে নামাজে মুসল্লিরা মগ্ন তাকা অবস্থায় এই চুরির সুযোগ পায়, তাই মুসল্লীদের পক্ষ থেকে তার দাবী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি সিভিলে লক্ষ রাখে তাহলে এই চোর ধরতে সহজ হবে বলে তার ধারনা, মসজিদের ইমাম সাহেব জুতা চোরকে আল্লাহ হেদায়েত দান করার জন্য দোয়া করেন।
0 Comments